হান্নান মাসুদের ওপর হামলার প্রতিবাদে মধ্যরাতে ঢাকায় বিক্ষোভ

নোয়াখালী হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে দলটি।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে মিছিল করেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর বাংলামোটর থেকে শুরু হওয়া মিছিল শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে পুনরায় বাংলামোটরে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, “আপনারা পঞ্চাশ বছরের পুরনো, অথচ মাত্র পঁচিশ দিনের এনসিপিকে ভয় পাচ্ছেন। ফ্যাসিস্ট হবেন না, আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করেও পারবেন না।”

ফারুক এহসান বলেন, “এনসিপির ক্যাডার নেই, আপনাদের চ্যালেঞ্জ করার সামর্থ্যও নেই। তবে এনসিপির মানুষের ভালোবাসা আছে, যা আপনারা হারিয়েছেন। এনসিপি রাজনীতির ম্যারাথন খেলতে এসেছে-সময়ই বিচার করবে।”

এ সময় হান্নান মাসুদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

নতুন দলটির আরেক যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, “আবদুল হান্নান মাসুদ দুনিয়ায় কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। তার ওপর হামলা মানে জুলাই বিপ্লবের ওপর হামলা, যা জাতি কোনোভাবেই সহ্য করবে না।”

মিছিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, এনসিপি নেতা মাজহারুল ইসলাম ফকির, আসাদ বিন রনি, আহমেদ আসিকীন, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

সোমবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ায় আবদুল হান্নান মাসুদের ওপর হামলা হয়। হামলায় বিএনপি নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন হান্নান মাসুদ। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh