দ্বিতীয় দিনেও ট্রেনে স্বস্তির ঈদযাত্রা

এবারের ঈদযাত্রার প্রথম দিনে দুটি ট্রেন কিছুটা বিলম্বে ছাড়লেও দ্বিতীয় দিনে চিত্র পাল্টেছে। নেই চিরচেনা উপচেপড়া ভিড়। নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন যাত্রীরা। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যথাসময়েই ছাড়ছে ট্রেন। সকাল ১১টা পর্যন্ত ১৩টি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে নিজ নিজ গন্তব্যে।

মঙ্গলবার যারা যাত্রা করছেন তাদের অগ্রীম আসনের টিকিট গত ১৫ মার্চ বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে।

এদিন সকাল থেকে স্বস্তিতেই ঢাকা ছাড়তে দেখা যায় যাত্রীদের। ধারণা করা হচ্ছে, ঈদ যত ঘনিয়ে আসবে রেলে যাত্রীর চাপ ততই বাড়বে। তাই ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ির পথ ধরেছেন কেউ কেউ।

মঙ্গলবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, ঈদ যাত্রায় সকালের ট্রেনে যাত্রীর চাপ খুব একটা নেই। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে যাত্রীদের চাপ। সকাল থেকেই প্রায় সবগুলো ট্রেন মোটামুটি সময়মতোই ছেড়ে যাচ্ছে।

টিকিটবিহীন কোনো যাত্রীকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তাই ভিড় থাকলেও প্ল্যাটফর্মে অনেকটা স্বস্তিতে আছেন টিকিটধারী যাত্রীরা। খুব বেশি ঝামেলা ছাড়াই ভালোভাবে ট্রেনে উঠতেও পারছেন তারা।

যাত্রীরা বলছেন, এভাবেই যেন ট্রেনে ভোগান্তিহীন যাত্রা চলে শেষ দিন পর্যন্ত।

স্টেশনে আসা সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী রেদওয়ান সাম্প্রতিক দেশকালকে বলেন, “সবার মতো আমিও অনলাইনে টিকিট কেটেছিলাম, শঙ্কা ছিল শিডিউল বিপর্যয় হয় কি না। এখন স্টেশনে এসে দেখি ট্রেন আগেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। যাত্রা নিশ্চয়ই ভালো হবে।”

আরেক যাত্রী আসিফ ইসলাম বলেন, “অন্যান্য বছর ট্রেনে ভ্রমণে করতে অনেক ভোগান্তি পোহাতে হয়। এ বছর খুব সহজেই যাত্রা করছি। ঈদ পরিবারের সাথে কাটাবো তা ভেবে খুব ভালো লাগছে। কর্তৃপক্ষ টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে না দেয়ায় সব কিছু নিয়ম মেনেই হচ্ছে।”


 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh