চীন সফর থেকে ফেরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় সরকার প্রধানকে আগাম ঈদ শুভেচ্ছা জানান সেনাপ্রধান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে, সেনাপ্রধান রোজার ঈদে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপ; লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন ও বাসস্ট্যান্ডগুলোতে নিরাপদ সেবা নিশ্চিতসহ সড়কে নিরবচ্ছিন্ন যান চলাচলের বিষয় তুলে ধরেন।
শিল্পাঞ্চলের মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থা করা এবং সেনাবাহিনীর চলমান বিবিধ কার্যক্রম সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন জেনারেল ওয়াকার।
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে দেশের সকল সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন এবং আহত যোদ্ধা ও শহীদ যোদ্ধাদের পরিবারকে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহযোগিতা সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় বলেও আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আইএসপিআর জানায়, প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও পেশাদারত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও আশার কথা বলেন মুহাম্মদ ইউনূস।
২০২৫ সালের ৫ আগস্ট প্রবল গণ-আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই পুলিশের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী ভূমিকা রেখে আসছে। সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হয়েছে।
নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh