চাকরি ফিরে পেতে পিলখানায় বিডিআর সদস্যদের অনশন

ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবিতে রাজধানীর জিগাতলায় বিজিবি সদর দপ্তরের সামনে অবস্থান ও অনশন কর্মসূচি নিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবিতে রাজধানীর জিগাতলায় বিজিবি সদর দপ্তরের সামনে অবস্থান

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বিডিআর সদস্যরা পিলখানার বীর উত্তম সালাহ উদ্দিন আহমেদ গেটের বিপরীতে তাদের অবস্থান কর্মসূচি শুরু করে। তারা তাদের দীর্ঘদিনের চাকরিচ্যুতির ক্ষতিপূরণের পাশাপাশি চাকরি পুনর্বহালের দাবি জানায়।

আন্দোলনরত সাবেক বিডিআর সদস্যরা বলেন, “আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান চালিয়ে যাবো।” এই কর্মসূচিতে শতাধিক সাবেক বিডিআর সদস্যসহ তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেছেন। 

বিডিআর সদস্য মো. আরিফ আহমেদ সাম্প্রতিক দেশকালকে বলেন, “আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি। আমাদের দাবি একটাই—ক্ষতিপূরণসহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসিনি, শুধুমাত্র আমাদের অধিকার আদায়ের জন্য এখানে এসেছি।” একাধিক সদস্য জানান, তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন এবং কখনোই বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এখানে আসেননি।

 নিরাপত্তার স্বার্থে পিলখানা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য ছাড়াও বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। এলাকায় প্রস্তুত রাখা হয়েছে জলকামানও। বিজিবি সদর দপ্তরের ৪নং গেট এলাকাটিও নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে।




সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh