গরম বাড়তে থাকার পাশাপাশি বিদ্যুতের চাহিদা বৃদ্ধির মধ্যে কারিগরি ত্রুটিতে ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
কেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটে মোট ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আসছিল আদানি পাওয়ার।
গত ৮ এপ্রিলে প্রথম ইউনিট বন্ধ হওয়ার দুইদিনের মাথায় দ্বিতীয় ইউনিটেও ত্রুটি দেখা দেয়।
রোজায় কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। কিন্তু ৮ এপ্রিলের পরও তা নেমে আসে ৭৫০ মেগাওয়াটে।
সংবাদকর্মীদেরকে পিডিবির সদস্য (উৎপাদন) জহুরুল ইসলাম বলেন, বিদ্যুৎকেন্দ্রের ত্রুটি মেরামতের চেষ্টা করছে আদানি। প্রথমে বন্ধ হওয়া ইউনিট দ্রুত চালুর চেষ্টা চলছে।
শনিবার সন্ধ্যায় একটি ইউনিট চালু করার কথা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের অন্য একজন কর্মকর্তা। সরবরাহ শুরু না হলে রোববার লোডশেডিং বাড়তে পারে, বলছেন তিনি।
আদানির ঘাটতি মেটাতে পেট্রোবাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহ চেয়েছে পিডিবি।
জ্বালানির সরবরাহ পাওয়া গেলে চাহিদামতো উৎপাদন করা যাবে বলেছেন জহুরুল ইসলাম।
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড (পিজিসিবি) ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব বলছে, সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন বিদ্যুতের চাহিদা অন্য দিনের চেয়ে কিছুটা কম। বেলা একটা পর্যন্ত সর্বোচ্চ চাহিদা ছিল ১৩ হাজার ৫০০ মেগাওয়াট। সরকারি হিসাবে লোডশেডিং করতে হয়েছে ৩০০ মেগাওয়াট।
রবিবার অফিস খুললে চাহিদা আরও বাড়বে। তখন লোডশেডিংও বাড়বে, বলেছেন একজন কর্মকর্তা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh