Logo
×

Follow Us

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

আইএমএফের ঋণের প্রথম কিস্তি মিলবে ফেব্রুয়ারিতে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫

আইএমএফের ঋণের প্রথম কিস্তি মিলবে ফেব্রুয়ারিতে

বাংলাদেশ ব্যাংক। ছবি: ফাইল

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তি আগামী মাসেই (ফেব্রুয়ারি) পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

আজ রবিবার (১৫ জানুয়ারি) আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তোইনেত সায়েহর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মেজবাউল হক বলেন, বিভিন্ন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সে বিষয়ে আইএমএফের সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের পদক্ষেপ তাদের সামনে তুলে ধরেছি। তারা এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছেন। 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইএমএফের সাড়ে চারশ কোটি ডলার ঋণ নিয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। তবে ফেব্রুয়ারিতেই ঋণের প্রথম কিস্তি পাওয়ার আশা করছি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ঋণ পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। নিয়ম অনুযায়ী আমরা ঋণ পাব। 

প্রসঙ্গত, চলমান অর্থনৈতিক সংকট থেকে উদ্ধারে আইএমএফের কাছে সাড়ে ৪শ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। সাত কিস্তিতে ২০২৫ সালের মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী এই ঋণ দেওয়ার কথা রয়েছে।

এরই ধারাবাহিকতায় এবার ঢাকা সফরে এসেছেন সংস্থাটির উপমহাব্যবস্থাপক। পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি প্রথম দিনেই বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫