Logo
×

Follow Us

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

তিন সিটিতে চার দিন রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৩, ২০:২২

তিন সিটিতে চার দিন রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা

বাংলাদেশ ব্যাংক। ছবি: ফাইল

আগামী রবিবার (২৫ জুন) থেকে বুধবার (২৮ জুন) পর্যন্ত ঢাকার দুই সি‌টি ও চট্টগ্রাম সি‌টি করপোরেশনের পশুর হা‌ট সংলগ্ন সব ব্যাংকের শাখা-উপশাখা খোলা রাখার নির্দেশ দিয়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। এ সময় এসব শাখার ব্যাংকিং কার্যক্রম রাত ১০টা পর্যন্ত পরিচালনা করতে বলা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ থেকে এ সংক্রান্ত সার্কুলার জা‌রি করে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

এতে বলা হয়, ঈদুল আজহার আগে ২৫ ও ২৬ জুন (রবি ও সোমবার) স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমের পর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কার্যক্রম পরিচালনার করতে হবে।

পরের দুই দিন ২৭ ও ২৮ জুন (মঙ্গল ও বুধবার) কোরবানির হাটের নিকটবর্তী ব্যাংকের শাখা খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

উল্লেখ্য, কোরবা‌নির পশু ব্যবসায়ী‌দের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫