রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলারের নিচে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ২২:০৬

মার্কিন ডলার। ছবি: সংগৃহীত
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১১০ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। দায় শোধের পর রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.৯৭ বিলিয়ন ডলার। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে, গতকাল বুধবার রিজার্ভ ছিলো ৩১.১৬ বিলিয়ন ডলার।
জানা যায়, দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ দশমিক ০৬ বিলিয়ন ডলারে উঠেছিল ২০২১ সালের আগস্টে। এরপর ধারাবাহিকভাবে তা কমতে থাকে। দীর্ঘ সাত বছর পর গত মে মাসে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নামে।
তবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ ও রেমিট্যান্সের প্রবাহ বাড়লে গত ২৬ জুন রিজার্ভ ৩১ দশমিক ১৫ বিলিয়ন ডলার ছাড়ায়।
প্রসঙ্গত, আকুর আওতায় বাংলাদেশ প্রতি দুই মাস পরপর আমদানি বিল পরিশোধ করে এবং বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাধারণত কমে যায়।
আকু হলো একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যকার লেনদেনের দায় প্রতি দুই মাস অন্তর পরিশোধ করা হয়।