আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দর বেড়ে সর্বোচ্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ১৬:১০

ডলার। ছবি: সংগৃহীত
রপ্তানি ও রেমিট্যান্সে ডলারের দর বাড়ানোর পর আন্তঃব্যাংক লেনদেনে বিনিময় হার বেড়ে সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সায় উঠেছে। আজ বুধবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া হালনাগাদ তথ্য থেকে নতুন দর জানা গেছে। এর আগে, গত ১৫ জুন আন্তঃব্যাংকে প্রথমবারের মত ডলারের দর ১০৯ টাকায় উঠেছিল।
গতকাল মঙ্গলবার (১ আগস্ট) থেকে ব্যাংকগুলো রেমিট্যান্সে প্রতি ডলারে ৫০ পয়সা বাড়িয়ে ১০৯ টাকা এবং রপ্তানি বিল নগদায়নে এক টাকা বাড়িয়ে ১০৮ টাকা ৫০ পয়সা করেছে। এ ছাড়া আমদানি আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দর ১০৯ টাকা ৫০ পয়সা করার সিদ্ধান্ত কার্যকর করেছে। আগে যা ১০৯ টাকা ছিল।
এর আগে, গত রবিবার (৩০ জুলাই) বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা এবং ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
ডলার সঙ্কটের মধ্যে দর হুহু করে বেড়েছে। যে কারণে বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের সেপ্টেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকগুলো গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে ডলার কেনা ও বিক্রির একটি সর্বোচ্চ দর ঠিক করে দিচ্ছে।
শুরুতে রপ্তানি বিল নগদায়নে প্রতি ডলার ৯৯ টাকা এবং রেমিট্যান্সে ১০৮ টাকা দর ঠিক করা হয়। ডলার কেনার গড় দরের সঙ্গে সর্বোচ্চ এক টাকা যোগ করে আমদানি ও আন্তঃব্যাংকে ডলার বিক্রির সিদ্ধান্ত হয়।