Logo
×

Follow Us

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

দেশের পুঁজিবাজার বৈশ্বিক মনোযোগ দাবি করে: এইচএসবিসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ২৩:১০

দেশের পুঁজিবাজার বৈশ্বিক মনোযোগ দাবি করে: এইচএসবিসি

ছবি: সংগৃহীত

বৈশ্বিক বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত বলে মনে করে বহুজাতিক ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান-এইচএসবিসি হোল্ডিং পিএলসি। সংস্থাটি বলছে, ক্রমবর্ধমান চাহিদা বিদেশি বিনিয়োগ এখানে কর্পোরেট আয়ের সুযোগ তৈরি করেছে।

গত বুধবার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ক গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে তথ্য জানানো হয়।

এইচএসবিসি হোল্ডিং পিএলসির লেখক হেরাল্ড ভ্যান ডার লিন্ডে গর্গ এর একটি নিবন্ধের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ প্রধান ভোক্তা বাজারে পরিণত হওয়ার পথে আছে। যেখানে মানুষের দৈনিক আয় ভিয়েতনামের তুলনায় অন্তত ২০ ডলার বেশি হবে। এছাড়া বাংলাদেশে আকর্ষণীয় মূলধনী মুনাফার সম্ভাবনা রয়েছে। যা আগামী বছরে ২০ শতাংশ পর্যন্ত পেতে পারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুসারে, ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে % হতে পারে। যা এশিয়ার দ্রুততম প্রসারিত দেশগুলোর মধ্যে একটি। গত এক দশকে মোট দেশীয় পণ্য বৃদ্ধির গড় % এর বেশি এবং মাথাপিছু জিডিপি সম্প্রতি ভারতের ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের পুঁজিবাজারে সীমাবদ্ধতা, অস্থির মুদ্রা সম্ভাব্য রাজনৈতিক অস্থিতিশীলতা সহ একাধিক ঝুঁকির সম্মুখীন।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫