Logo
×

Follow Us

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

মূল্যস্ফীতির কারণে বাড়ছে ক্রেডিট কার্ডের ব্যবহার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ২০:৪৫

মূল্যস্ফীতির কারণে বাড়ছে ক্রেডিট কার্ডের ব্যবহার

বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড। ছবি: সংগৃহীত

উচ্চ মূল্যস্ফীতির কারণে খরচ বেড়েছে অধিকাংশ মানুষের। অনেকেই ধারদেনা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটায় ৪৫ দিনের জন্য ঋণ পরিশোধের সুযোগ পান এর গ্রাহক। এ সুযোগই কাজে লাগাচ্ছেন অনেক গ্রাহক। এ অবস্থায় সুপারশপগুলোতে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত আগস্টে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৭ কোটি টাকা। যা আগের মাস জুলাইয়ে ছিলো ২ হাজার ৩৪১ কোটি টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে ৯৬ কোটি টাকা বা ৪ দশমিক শূন্য ৯ শতাংশ।

তথ্যে বলা হয়, আগস্ট মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে সুপারশপে এক হাজার ২১৮ কোটি টাকা কেনাকাটা হয়েছে, যা মোট লেনদেনের ৪৯ দশমিক ৯৯ শতাংশ। অন্যদিকে, জুলাই মাসে সুপারশপে কেনাকাটায় লেনদেন হয়েছে এক হাজার ১৭৩ কোটি টাকা বা মোট লেনদেনে ৫০ দশমিক ১১ শতাংশ। শতকরা হিসাবে আগস্টে লেনদেন কমলেও টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

ক্রেডিট কার্ড ব্যবহারকারীর খরচের ধরণ বিবেচনায় গ্রাহক খুচরায় ১২ দশমিক ৩৪ শতাংশ কেনাকাটা করে থাকেন। তারা ইউটিলিটির জন্য ৯ দশমিক ১৬ শতাংশ লেনদেন করে থোকেন। ওষুধ কেনাকাটায় ৫ দশমিদ ৯৫ শতাংশ, পোশাকে ৪ দশমিক ৫২ শতাংশ, ফান্ড ট্রান্সফারে ৩ দশমিদ ৪৭ শতাংশ, পরিবহন কাজে ৩ দশমিক ৩৭ শতাংশ, ব্যবসায়িক উদ্দেশ্যে ২ দশমক ১৮ শতাংশ, পেশা ও সরকারি সেবায় এক দশমিক শূন্য ৯ শতাংশ লেনদেন হয়ে থাকে।

ব্যাংকগুলোও ক্রেডিট কার্ডের প্রচারণা করছে জোরেসোরে। একটি বেসরকারি ব্যাংকের কার্ড রিটেইল বিভাগের প্রধান জানান, নিত্যপণ্যসহ নানা পণ্য কিনতে ক্রেডিট কার্ডে ছাড় দেওয়া হয়ে থাকে। আমরা গ্রাহকের সুবিধার কথা বিবেচনায় এনে নানা অফার দিয়ে প্রচার করছি। গ্রাহক যাতে এসব অফার নিতে পারেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫