এক দশকের মধ্যে সর্বনিম্ন অবস্থানে দেশে রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৪, ২১:৩৯

বৈদেশিক মুদ্রা মার্কিন ডলার। ছবি: সংগৃহীত
এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন- আকু’র ১৬৩ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ দাঁড়িয়েছে ১৮ দশমিক ২৬ বিলিয়ন ডলার।
এর আগে, ২০১৪ সালের শুরুর দিকে রিজার্ভ ১৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়ানোর পর আর নিচে নামেনি। আজ সোমবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৬ বিলিয়ন ডলারে।
আইএমএফ থেকে ৪৭০ কোটি ডলার ঋণ কর্মসূচির মধ্যে রয়েছে বাংলাদেশ। এজন্য আগামী জুনে রিজার্ভের লক্ষ্যমাত্রা কমিয়ে ১৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার নির্ধারণ করে আইএমএফ।