সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৯:২৫

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) এক মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান। তবে এদিন ব্যাংকে অনুপস্থিত ছিলেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।
সাইদুর রহমান বলেন, ব্যাংক খাত পুনর্গঠনে বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে কোনো বাধা থাকবে না। আগের মতো সবধরনের তথ্য-উপাত্ত সাংবাদিকদের সাথে আদান-প্রদান করা হবে। এ সময় নতুন সরকারের সাথে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা আরও বলেন, ছাত্র-জনতার এই বিজয়ে অন্যদের মতো আমরাও আনন্দিত। এ সময় তিনি নিহতদের প্রতি শোক ও অসুস্থদের সুস্থতা কামনা করেন।