Logo
×

Follow Us

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

১২ বছরের মধ্যে সর্বোচ্চ দরে ইসলামী ব্যাংকের শেয়ার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৯

১২ বছরের মধ্যে সর্বোচ্চ দরে ইসলামী ব্যাংকের শেয়ার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ফাইল ছবি

গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছেছে ইসলামী ব্যাংকের শেয়ার। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ব্যাংকটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৫৮ টাকা ৩০ পয়সায়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০১২ সালের এপ্রিলে ইসলামী ব্যাংকের শেয়ারের মূল্য ৫০ টাকার ওপরে ছিল। গত মাসে এর বাজার মূলধন তিন হাজার ৪৯৪ কোটি টাকা বৃদ্ধি পেয়ে আট হাজার ৭৪২ কোটি টাকায় পৌঁছেছে।

অন্যদিকে বাজার সংশ্লিষ্টরা বলছেন, এস আলম মুক্ত হওয়ার পর দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকটির শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।

এর আগে, রবিবার (২২ সেপ্টেম্বর) এই শেয়ার লেনদেন শেষ হয় ৫৪ টাকা ৩০ পয়সায়। এদিন ব্যাংকটির মোট ৩১ দশমিক ১০ লাখ শেয়ার লেনদেন হয়েছে, যার মূল্য ১৬ কোটি ২৯ লাখ টাকা। পাশাপাশি এদিন ইসলামী ব্যাংক ‘টপ গেইনার’ তালিকার শীর্ষে ছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫