Logo
×

Follow Us

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

এমটিবিতে ৫ শতাংশ স্টক ও ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ১৯:২০

এমটিবিতে ৫ শতাংশ স্টক ও ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

এমটিবির গ্রুপ চেয়ারম্যান মো. হেদায়াত উল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- এমটিবির পরিচালকবৃন্দের মধ্যে সৈয়দ মঞ্জুর এলাহী, ড. আরিফ দৌলা, রাশেদ আহমেদ চৌধুরী, এম. এ. রউফ জেপি, মো. আব্দুল মালেক, মো. ওয়াকিল উদ্দিন, আনিকা চৌধুরী এবং হারবার্ট জায়গার, স্বতন্ত্র পরিচালক, নাসরিন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা, সৈয়দ আবুল হাশেম, কোম্পানি সেক্রেটারি, মালিক মুনতাসির রেজা এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারগণ।

২০১৯ সালে এমটিবির কর পরবর্তী নীট মুনাফা হয় ১৩৩৮ মিলিয়ন টাকা এবং এমটিবির শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.০৩ টাকা। পূর্বের বছরের তুলনায় ২০১৯ সালের শেষে ব্যাংকের মোট সম্পদ বৃদ্ধি পায় ১৫.৪৯ শতাংশ, আমানতের পরিমাণ বৃদ্ধি পায় ১৪.৯২ শতাংশ, ঋণ-অগ্রিম বৃদ্ধি পায় ১৪.২০ শতাংশ। মূলধন পর্যাপ্ততার হার (ক্যাপিটাল এডিক্যুয়েসি রেশিও) ১২.৯১ শতাংশ। বর্তমানে দেশব্যাপী বিস্তৃত এমটিবি নেটওয়ার্কের আওতায় ১১৮টি শাখা, ১৮টি উপ-শাখা, ৩১০টি এটিএম বুথসহ ৬টি সিআরএম বুথ, ৩টি এয়ার লাউঞ্জ, ১৮টি কিয়স্ক, ১৪৬টি এজেন্ট ব্যাংকিং সেন্টার, ৩,৩০৫টি পয়েন্ট অব সেল (পিওএস), এসএমএস, ইন্টারনেট ব্যাংকিং এবং ২৪/৭ কণ্ট্যাক্ট সেন্টারের মাধ্যমে প্রতিনিয়ত গ্রাহক সেবা দিয়ে আসছে। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫