Logo
×

Follow Us

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেফতার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ১১:৪৯

প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেফতার

এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুর রহমান। ছবি : সংগৃহীত

প্রতারণার মামলায় এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। 

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে পরোয়ানা ছিল। সেই পরোয়ানা গুলশান থানা পুলিশ বাস্তবায়ন করেছে।

তিনি আরও বলেন, তাকে আজ সকালে তার গুলশানের বাসা থেকে গ্রেফতারের পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।

রিমান্ড আবেদন মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫