Logo
×

Follow Us

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

সুইফট নেটওয়ার্ক থেকে রাশিয়াকে নিষিদ্ধের ঘোষণা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৫

সুইফট নেটওয়ার্ক থেকে রাশিয়াকে নিষিদ্ধের ঘোষণা

সুইফট পেমেন্ট নেটওয়ার্ক

বিশ্বের অন্যতম প্রধান আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকে রাশিয়াকে বাদ দিতে একমত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো।

এ বিষয়ে গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, কানাডা এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে।

এতে বলা হয়, রাশিয়াকে আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা এবং সম্মিলিতভাবে নিশ্চিত করা যে এই যুদ্ধটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি কৌশলগত ব্যর্থতা।

বিবৃতিতে আরও বলা হয়, রুশ সেনাবাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির অন্য শহরগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। রাশিয়াকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা ও বৈশ্বিক অর্থনীতি থেকে আরও বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন, ইউক্রেনকে ধ্বংস করার লক্ষ্যে পুতিন একটি পথে যাত্রা করেছেন, কিন্তু তিনি যা করছেন তা আসলে তার নিজের দেশের ভবিষ্যতকে ধ্বংস করছেন। আমরা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে পঙ্গু করে দেব।

একই বিষয়ে এক টুইট বার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, আমরা আজ রাতে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে বসে রাশিয়াকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। যার মধ্যে রয়েছে সুইফট থেকে রাশিয়ান ব্যাংকগুলোকে বের করে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।

সুইফট থেকে রাশিয়ার নাম বাতিলের পদক্ষেপের ফলে রাশিয়ার এসব ব্যাংক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং বিশ্বব্যাপী তাদের কার্যক্রম পরিচালনার ক্ষমতা কমে যাবে।

গত সপ্তাহের শেষের দিকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্য মিত্ররা দেশটির ওপর নিষেধাজ্ঞা ক্রমাগতভাবে বাড়িয়েছে। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন, তারা কীভাবে সর্বশেষ ব্যবস্থাগুলো বাস্তবায়ন করবেন সে বিষয়ে কাজ করছেন।

এই নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়ন হলে রাশিয়ান অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং পণ্য আমদানি ও রফতানি উল্লেখযোগ্যভাবে সীমাবদ্ধ হয়ে যাবে।

বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট হলো দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেনের প্রধান ব্যবস্থা। বিশ্বের ২০০টির বেশি দেশে ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এটি যুক্ত। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫