বেতন-ভাতা কমানোর প্রতিবাদ
বেসিক ব্যাংকের চেয়ারম্যান-এমডি অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯, ২০:০৩

বেসিক ব্যাংকের বেতন কমানোর প্রতিবাদে ব্যাংকটির প্রধান কার্যালয়ে চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলমসহ বোর্ড সদস্যদের অবরুদ্ধ করে রেখেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
একই সঙ্গে গত ২২ ডিসেম্বরে নিজস্ব বেতন কাঠামো বাতিলে ব্যাংকটির মানবসম্পদ বিভাগ থেকে জারি করা বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর থেকে সেনা কল্যাণ ভবনে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মীরা অবস্থান করছেন।
কর্মকর্তারা জানান, বেতন কমানোর সিদ্ধান্ত কার্যকর হলে একজন জিএমের বেতন ৩ লাখ থেকে দেড় লাখ টাকায় নেমে আসবে। আর এন্ট্রি লেভেল অফিসারের বেতন ৩২ হাজার থেকে ২২ হাজার টাকায় নেমে আসবে।
এর আগে গত সপ্তাহে বেতন কমানোর বিজ্ঞপ্তি প্রকাশের পর কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে অবরুদ্ধ করলে, আজকের পর্ষদ সভায় বিষয়টি সুরাহার আশ্বাস দেন তিনি। কিন্তু সুরাহা না হওয়ায় আজ আবারো পর্ষদ সদস্যদের অবরুদ্ধ করেন কর্মীরা।
বেসিক ব্যাংকের নিজস্ব বেতন কাঠামো পুনর্বহাল না করা পর্যন্ত এমডি, চেয়ারম্যান ও বোর্ডের সদস্যদের সেনা কল্যাণ ভবন থেকে বের হতে দেয়া হবে না বলে জানান তারা।
নিজস্ব বেতন কাঠামো বাতিলের প্রতিবাদে কর্মীদের আন্দোলনের মুখে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বিকেলে সেনা কল্যাণ ভবনে বৈঠক শুরু করেন বেসিক ব্যাংকের এমডি, চেয়ারম্যান ও বোর্ড সদস্যরা। বৈঠক শুরুর আগে দুপুরেই ওই ভবনে অবস্থান নেন ব্যাংকটির কর্মীরা।