বাংলাদেশ কৃষি ব্যাংকের নয়টি বিভাগের সাথে পর্যায়ক্রমে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কৃষি ব্যাংক ঢাকা বিভাগের বিভাগীয় মহাব্যবস্থাপক, স্থানীয় মুখ্য কার্যালয় এর মহাব্যবস্থাপক, বিভাগীয় ও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান, এবং সকল শাখা ব্যবস্থাপকদের সাথে সোমবার (১৪ সেপ্টেম্বর) ভার্চুয়াল পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
তারই ধারাবাহিকতায় সোমবার ঢাকা বিভাগের সাথে অনুষ্ঠিত ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মাসব্যাপী কার্যক্রমের সমাপ্ত হয়।
সভায় সভাপতি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া। তিনি ২০১৯-২০ অর্থ বছরের সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনসমূহ এবং ২০২০-২১ অর্থ বছরের সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন।
এছাড়া, উক্ত সম্মেলনে এপিএ চুক্তি ২০২০-২১ এবং কভিড-১৯ বিরাজমান পরিস্থিতিতে সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন ঋণ প্রণোদনা স্কিমের আওতায় লক্ষ্যমাত্রার বিপরীতে হালনাগাদ অর্জনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আরো বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম, শিরীন আখতার এবং মো. কাইসুল হক। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল মহা-ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি