বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বেসিক ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ১৮:৪১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে গত ১০ জানুয়ারি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বেসিক ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে সম্প্রতি রাজধানীর কল্যানপুরে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।
এসময় বেসিক ব্যাংক প্রধান শাখার উপ-মহাব্যবস্থাপক মো. মমতাজ উদ্দিন খান মুসা, প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাকির মাহমুদ শরফুদ্দীনসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বেসিক ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শংকর তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।