Logo
×

Follow Us

অর্থনীতি

এমটিবি বোর্ডের নির্বাহী পর্ষদের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২১, ১৪:৫৯

এমটিবি বোর্ডের নির্বাহী পর্ষদের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ

এমটিবির উদ্যোক্তা পরিচালক এবং হেদায়েত উল্লাহ সিকিউরিটিজের চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) বোর্ডের নির্বাহী পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং এর তিনটি অঙ্গ প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তাছাড়া তিনি এমটিবির ভাইস চেয়ারম্যান ও ইসি চেয়ারম্যানেরও দায়িত্বে ছিলেন।

হেদায়েত উল্লাহ বর্তমানে এফবি ফুটওয়ার লিমিটেড ও ফুটবেড ফুটওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং এপেক্স ট্যান্যারী লিমিটেড ও এপেক্স প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক পদে রয়েছেন।

মো. হেদায়েত উল্লাহ ব্রিটিশ স্কুল অব লেদার টেকনোলজি, নর্থহ্যাম্পটন, ইউকে থেকে লেদার টেকনোলজির উপর স্নাতক ও ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়, রিজেন্টস্ কলেজ ইন্ লন্ডন, ইউকে থেকে ইন্টারন্যাশনাল বিজনেসের উপর স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।-বিজ্ঞপ্তি


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫