Logo
×

Follow Us

অর্থনীতি

সিটি ব্যাংকের নতুন এএমডি হলেন মাহবুবুর রহমান

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১৮:২৭

সিটি ব্যাংকের নতুন এএমডি হলেন মাহবুবুর রহমান

মোহাম্মদ মাহবুবুর রহমান

মোহাম্মদ মাহবুবুর রহমানকে সম্প্রতি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করেছে সিটি ব্যাংক।

তিনি একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালে তিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন।

মোহাম্মদ মাহবুবুর রহমান সিটি ব্যাংকে যোগদানের আগে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি লিডস করপোরেশন লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল কর্মকর্তা এবং গ্রামীণফোনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 

তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ কর্তৃক স্বীকৃত একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। মাহবুবুর রহমান আইডিএলসি এবং সিটি ব্যাংকের ২টি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড ও সিটি ব্যাংক ক্যাপিটেল রিসোর্স লিমিটেডের পরিচালক।-বিজ্ঞপ্তি


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫