সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৬৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ জুন) সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির সভায় সভাপতিত্ব করেন।
সভায় পরিচালনা পর্ষদের নতুন পরিচালক মিসেস আঞ্জুমান আরা শহীদকে অভিনন্দন জানিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির।
এসময় উপস্থিত ছিলেন- সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারপার্সন মিসেস দুলুমা আহমেদ, পরিচালনা পর্ষদের পরিচালক মিসেস জোসনা আরা কাশেম ও ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারপার্সন মিসেস দুলুমা আহমেদ, পরিচালনা পর্ষদের পরিচালক মিসেস জোসনা আরা কাশেম, বে-লিজিং এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের পক্ষে এম. মনিরুজ্জামান খান, নাসির উদ্দিন আহমেদ, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে মো. রফিকুল ইসলাম, সিঙ্গেল ক্লিক আইটি সল্যুশন প্রাইভেট লিমিটেডের পক্ষে মিসেস আঞ্জুমান আরা শহীদ, স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন, কোম্পানি সচিব এ.কে.এম. নাজমুল হায়দার।
সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকের বিভিন্ন কৌশলগত ব্যবসায়িক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।-বিজ্ঞপ্তি
বিষয় : সাউথইস্ট ব্যাংক বোর্ড সভা ব্যাংক
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh