Logo
×

Follow Us

অর্থনীতি

রাজস্ব বোর্ডের সম্মাননা পেল শাহজালাল ইসলামী ব্যাংক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ১৮:৪৯

রাজস্ব বোর্ডের সম্মাননা পেল শাহজালাল ইসলামী ব্যাংক

শীর্ষ করদাতাদের জন্য বিশেষ সম্মাননা অনুষ্ঠান

গত ২০২১-২২ অর্থবছরের আয়কর রাজস্ব আহরণে ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ কর প্রদানকারী হিসেবে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে বিশেষ সম্মাননা অর্জন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

গত মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) কর্তৃক শীর্ষ করদাতাদের জন্য বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক এ কে এম বদিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের বিশেষ অতিথি কর আপিল অঞ্চল-২ এর কর কমিশনার মিস রওনাক আফরোজের কাছ থেকে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. জাফর ছাদেক এ বিশেষ সম্মাননা গ্রহণ করেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) কর কমিশনার মো. ইকবাল হোসেন প্রমুখ।-বিজ্ঞপ্তি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫