Logo
×

Follow Us

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

৪% সুদে ঋণ পাবেন কৃষি উদ্যোক্তারা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ২১:৩৬

৪% সুদে ঋণ পাবেন কৃষি উদ্যোক্তারা

জমিতে ইউরিয়া সার ছিটাচ্ছেন কৃষক। ফাইল ছবি

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি খাতের জন্য ব্যাংকগুলোকে ঋণ বৃদ্ধির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এজন্য চলতি অর্থবছরে ৩০,৯১১ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, লক্ষ্যমাত্রার মধ্যে জুলাই থেকে অক্টোবরের মধ্যে ৩১% ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো।

তবে জিডিপিতে কৃষি খাতের অবদানের পরিপ্রেক্ষিতে কৃষি ঋণ বিতরণের প্রবণতা এখনও সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি।

বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কা তৈরি হওয়ায় বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে ৫,০০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম গঠন করেছে। এর উদ্দেশ্য কৃষকদের কম সুদে ঋণ দেওয়া।

প্রকল্পের আওতায় কৃষকরা ৪% সুদে ঋণ নিতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের নীতি অনুযায়ী, বেসরকারি ব্যাংকগুলো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআইএস) মাধ্যমে তাদের বার্ষিক কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার ৭০% অর্জন করতে পারবে।

কৃষকরা ব্যাংক থেকে ৯% সুদে কৃষি ঋণ পেতে পারেন। তবে তারা যদি এমএফআইএস ঋণ থেকে নেয় তাহলে এই হার ২৫% পর্যন্ত বৃদ্ধি পায়।

অনেক বেসরকারি ব্যাংক সাধারণত এমএফআই-এর মাধ্যমে তাদের অধিকাংশ কৃষি ঋণ বিতরণ করে কারণ তাদের গ্রামীণ এলাকায় শাখা নেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫