নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৭:০০ পিএম
আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩, ০৭:০১ পিএম
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৭:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩, ০৭:০১ পিএম
এক মাসের ব্যবধানে ডলারের দাম আরো এক টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। তাতে বাংলাদেশ ব্যাংক থেকে এখন যারা ডলার কিনবেন, তাদের প্রতি ডলারের জন্য গুনতে হবে ১০০ টাকা।
এর আগে গত ৫ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক তাদের বিক্রি করা ডলারের দাম বাড়িয়ে ৯৯ টাকা নির্ধারণ করেছিল।
বাজারের দামের সঙ্গে সংগতি বজায় রাখতে নতুন করে ডলারের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংক যে ডলার বিক্রি করবে, তার প্রতি ডলারের দাম হবে ১০০ টাকা।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, বাজারের দামের সঙ্গে সংগতিপূর্ণ করতে ডলারের দাম বাড়ানো হচ্ছে। এটা নিয়মিত উদ্যোগেরই অংশ।
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশে ডলার সংকট দেখা দেয়। এরপর বাজারে ডলারের দাম বাড়তে থাকে। গত বছরের এপ্রিলে যেখানে ডলারের মূল্য ছিল ৮৬ টাকার আশপাশে তা এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ডলার ডলারের দাম বাংলাদেশ ব্যাংক
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh