নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৪:০৭ পিএম
আপডেট: ১৩ মার্চ ২০২৩, ০৪:০৭ পিএম
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৪:০৭ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩ মার্চ ২০২৩, ০৪:০৭ পিএম
দেশের বিভিন্ন উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাধারণ/শূন্য পদের উপনির্বাচন এবং পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ মার্চ) ও ১৬ ও ২০ মার্চ ব্যাংক বন্ধ থাকবে।
গতকাল রবিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সকল তফসিলি ব্যাংকে এ নির্দেশনা পাঠানো হয়েছে। ভোটারদের ভোট প্রদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এর ০৯ মার্চ ২০২৩ তারিখের প্রজ্ঞাপন নম্বর-০৫.০০.০০০০.১৭৩.০৮.০০২.২১-৩৮ মোতাবেক চলতি মাসের ১৩, ১৬ ও ২০ মার্চ ভোট গ্রহণের দিন দেশের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ও শূন্য পদের উপনির্বাচন এবং বিভিন্ন পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্র হিসাবে ব্যবহার করা হয় এমন স্থাপনায় ব্যাংকের যেসব শাখা বা উপশাখা রয়েছে তা বন্ধ রাখতে হবে। একইসঙ্গে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
নির্বাচনী এলাকাধীন যে সকল স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সে সকল স্থাপনায় ব্যাংকের কোন শাখা/উপশাখা থাকলে তা বন্ধ রাখাসহ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন আপনাদের ব্যাংকের শাখা/উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের জন্য পরামর্শ দেয়া হলো।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh