রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত খেলাপি ঋণগ্রহীতা মিসেস হোসনে আরা আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। অগ্রণী ব্যাংকের প্রধান শাখার খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান এন এন এ অটো রাইস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস হোসনে আরা আলম বর্তমানে জেল হাজতে রয়েছেন।
গত ২০ আগস্ট ধানমন্ডি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রতিষ্ঠানটির ৩১ কোটি ১০ লক্ষ ৭৮ হাজার টাকা আদায়ের লক্ষ্যে ০১-১০-২০২০ তারিখে ঢাকার অর্থঋণ আদালত-১ এ অর্থজারী মামলা নং- ৫২৪/২০২০ দায়ের করে অগ্রণী ব্যাংক। উক্ত মামলায় বিজ্ঞ আদালত অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪(১) ধারায় ৪ জন বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে একই প্রতিষ্ঠানের পরিচালক আশিক ইবনে আলম (পিতা এ কে এম খোরশেদ আলম) গ্রেপ্তার হন।
গত ২০ জুলাই অগ্রণী ব্যাংকের ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখার খেলাপি ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স ফিনিক্স লেদার কমপ্লেক্স (প্রাঃ) লিমিটেডের পরিচালক শেখ খাজাউদ্দিনকেও গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : অগ্রণী ব্যাংক খেলাপি ঋণ গ্রেপ্তার
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh