সোনালী ব্যাংকে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে ‘সেবাগ্রহীতা/অংশীজনদের অবহিতকরণ প্রথম সভা’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে সভার উদ্বোধন করেন সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) সঞ্চিয়া বিনতে আলী। 

ভিজিল্যান্স এন্ড কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খায়রুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার আশরাফুল হায়দার চৌধুরী।

সভায় প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি এবং জেনারেল ম্যানেজার’স অফিস কুমিল্লা ও নোয়াখালী এবং এই দুই জিম অফিসের আওতাধীন সকল প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //