নীলফামারী জেলার সৈয়দপুরের সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গী হতে আধুনিক, প্রযুক্তি নির্ভর উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করল পদ্মা ব্যাংক লিমিটেড।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ বুধবার (১৮ অক্টোবর) উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোকছেদুল মোমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা ব্যাংকের চিফ অপারেটিং অফিসার সৈয়দ তৌহিদ হোসেন। তিনি গ্রাহকদেরকে নিরাপদ, দ্রুত, আধুনিক এবং আস্থার সাথে সেবা দেয়ার অঙ্গীকার করেন। গ্রাহকরা যেন সেবার মান নিয়ে কোন অভিযোগ করতে না পারে সে দিকে বিশেষ খেয়াল রাখতে উপশাখার কর্মকর্তাদের নির্দেশ দেন।
অনুষ্ঠানে ব্যাংকের এসএমই, এগ্রি এন্ড ওমেন এন্টারপ্রেনার হেড মো. রিয়াজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপ-শাখায় সব ধরনের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পে অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ও পে-অর্ডার জমা, আমানত ও ঋণ সুবিধা, রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা, ইউটিলিটি বিল জমাসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নীলফামারী সৈয়দপুর পদ্মা ব্যাংক উপ-শাখা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh