নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম
আপডেট: ২১ নভেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ০৯:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১ নভেম্বর ২০২৩, ০৯:৫৫ পিএম
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ এখন এক লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা। যা আগের এপ্রিল-জুন প্রান্তিকের চেয়ে ৬৪২ কোটি টাকা কম। তবে গত এক বছরের ব্যবধানে মোট খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের হিসেব বলছে, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক শেষে দেশের ব্যাংকিং খাতের মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ১৫ লাখ ৬৫ হাজার ১৯৫ কোটি টাকা। এরমধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকা। যা মোট বিতরণকৃত ঋণের ৯ দশমিক ৯৩ শতাংশ।
এটি গত বছরের (সেপ্টেম্বর প্রান্তিক-২০২২) একই সময়ের চেয়ে ২৩ হাজার এক কোটি টাকা বেশি। গত বছরের সেপ্টেম্বর প্রান্তিক শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল এক লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৬৫ হাজার ৭৯৭ কোটি টাকা। ওই ব্যাংকগুলো বিতরণ করা ঋণের যা পৌনে ২২ শতাংশ। আর বেসরকারি খাতের ব্যাংকে যার পরিমাণ ৮১ হাজার ৫৩৭ কোটি টাকা।
বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ৩ হাজার ২৮৬ কোটি এবং বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপির পরিমাণ ৪ হাজার ৭৭৭ কোটি টাকা। এছাড়া ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি রয়েছে ২৫ হাজার ২৭০ কোটি টাকা। এর মধ্যে সরকারি ব্যাংকগুলোর ১২ হাজার ৬৮৮ কোটি টাকা এবং বেসরকারি খাতের ব্যাংকগুলোর ১৩ হাজার ৫৩ কোটি টাকা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ব্যাংক খাত খেলাপি ঋণ ব্যাংক বাংলাদেশ ব্যাংক
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh