Logo
×

Follow Us

অর্থনীতি

সোনালী ব্যাংকে অভিযোগ প্রতিকার বিষয়ে অবহিতকরণ সভা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ১৯:৩৪

সোনালী ব্যাংকে অভিযোগ প্রতিকার বিষয়ে অবহিতকরণ সভা

অংশীজনদের অবহিতকরণ ২য় সভা।

সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে ২০২৩-২৪ অর্থবছরের ‘সেবাগ্রহীতা/অংশীজনদের অবহিতকরণ ২য় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল বুধবার (৬ মার্চ) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী ও বিশেষ অতিথি ছিলেন জেনারেল ম্যানেজার আশরাফুল হায়দার চৌধুরী।

ভিজিল্যান্স এন্ড কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খায়রুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং জেনারেল ম্যানেজারেস অফিস রাজশাহী, সিলেট ও জামালপুর এবং এই তিন জেনারেল ম্যানেজারেস অফিসের আওতাধীন সকল প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫