Logo
×

Follow Us

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান

অপহৃত সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজারকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ১৮:০৭

অপহৃত সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজারকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজারকে উদ্ধারের দাবিতে মানববন্ধন।

কেএনএফ সন্ত্রাসীদের দ্বারা অপহৃত সোনালী ব্যাংক পিএলসির রুমা শাখার ম্যানেজার মো. নেজাম উদ্দিন রাসেলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সোনালী ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে তাদের সহকর্মীকে উদ্ধারের জন্য দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- সোনালী ব্যাংকের জিএম মো. রেজাউল করিম, জিএম মো. গিয়াস উদ্দিন, ডিজিএম মো. শাহ আলম, ডিজিএম মো. ফজলুল হক, ডিজিএম তানজিমুল ইসলাম, সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫