মেকআপ বক্স: কাজল-লিপস্টিক ছাড়া যা রাখতেই হবে

কমপ্যাক্ট পাউডার, আইলাইনার, কাজল, লিপস্টিক আর লিপবাম- মেকআপ বলতে অনেকেই এটুকু বোঝেন। মুখ পরিষ্কার করে  ময়েশ্চারাইজার লাগিয়ে আইলাইনার বা লিপস্টিক লাগিয়ে নিন। ফাউন্ডেশন, ব্লাশার ও হাইলাইটারের ব্যবহার জানা নেই অনেকেরই। অথচ সঠিক পদ্ধতিতে মেকআপ করলে সাধারণ পোশাকেও নজর কাড়বেন। তাই মেকআপ বক্সে কাজল-লিপস্টিক ছাড়াও কয়েকটি জিনিস রাখতে হবে, যা হয়তো আপাতদৃষ্টিতে খুবই নগণ্য বিষয়, কিন্তু রূপটানে বেশ গুরুত্বের।

ফাউন্ডেশন: মেকআপ করার অন্যতম ও অপরিহার্য সামগ্রী হলো ফাউন্ডেশন। মসৃণ, দাগহীন ও দীর্ঘস্থায়ী মেকআপের কথা ফাউন্ডেশন ছাড়া ভাবাই যায় না। ত্বকের রং ও ধরন অনুযায়ী বেছে নিন ফাউন্ডেশন। 

প্রাইমার : মেকআপের আগে প্রাইমারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এর মূল কাজ মেকআপকে মুখে বসিয়ে দীর্ঘক্ষণ ধরে রাখা। যাদের অতিরিক্ত ঘাম হয়, প্রাইমার থাকলে সেই ঘাম থেকেও মুক্তি পাবেন। ম্যাট ফিনিশ বা গ্লসি, প্রাইমার ব্যবহার করলে মেকআপ মুখে সুন্দরভাবে বসে যায়।

হাইলাইটার প্যালেট : ফাউন্ডেশন লাগানোর পর মুখে একটা আলগা দীপ্তি পেতে হাইলাইটার দরকার। গালের হাড়ে, কপালে সামান্য হাইলাইটার লাগিয়ে নিলে সাজটাই অন্যরকম হয়ে যাবে। 

মাশকারা : চোখ নিমেষে উজ্জ্বল করে তুলতে জুড়ি নেই মাশকারার। চোখের পল্লব ঘন আর লম্বা দেখাতে মাশকারা খুবই জরুরি।

কনট্যুর প্যালেট : হাইলাইটার মুখের সুন্দর দিকগুলো ফুটিয়ে তোলে আর কনট্যুর প্যালেট খুঁতগুলোকে ঢেকে দেয়। কিভাবে কনট্যুর প্যালেট ব্যবহার করবেন তা জেনে নিন আগে। কনট্যুরিংয়ের জন্য সঠিক রং বেছে নেওয়া খুব জরুরি। খুব গাঢ় বা হালকা রং দিয়ে কনট্যুরিং করলে তা কৃত্রিম দেখাতে পারে। ত্বকের রঙের চেয়ে এক বা দুই শেড গাঢ় কনট্যুর বেছে নেওয়া উচিত। আর মেকআপ হালকা রাখতে চাইলে ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে হালকা রং বেছে নিন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh