Logo
×

Follow Us

বলিউড

'সিনেমা ছেড়ে এবার ইন্টেরিয়র ডিজাইনার শাহরুখ!'

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ মার্চ ২০২০, ১১:৪৯

'সিনেমা ছেড়ে এবার ইন্টেরিয়র ডিজাইনার শাহরুখ!'

শাহরুখ খান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেয়া

বলিউডে তাকে শেষ দেখা গিয়েছিল আনন্দ এল রাইয়ের 'জিরো' ছবিতে।

তারপর থেকে বার বার শাহরুখ খানের পরবর্তী ছবি নিয়ে নানা জল্পনা শোনা গেলেও নিশ্চিতভাবে এখনো কিছু জানা যায়নি। ছবিতে শাহরুখের সঙ্গে ছিলেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।

শাহরুখের ফ্যানদের মতো এবার স্ত্রী গৌরী খানও ঠাট্টা করলেন তার পরের ছবি নিয়ে। এককথায় ট্রোল করেছেন গৌরী। তিনি নিজে একজন ইন্টেরিয়র ডিজাইনার। মুম্বাইতে তার বিশাল শো-রুম রয়েছে। বিটাউনের বহু সেলেবের ঘর সাজিয়েছেন গৌরী।

সম্প্রতি একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন শাহরুখ ও গৌরী। সেখানেই গৌরীকে প্রশ্ন করা হলে শাহরুখের পরের ছবি প্রসঙ্গে তিনি জানান, শাহরুখের ডিজাইন সম্পর্কে দারুণ জ্ঞান। এমনকী নিজেদের বাংলোতেও নতুন কিছু করার জন্য সাজেশন দেন কিং খান। তাই অভিনয় ছেড়ে এবার ডিজাইনার হিসেবেই শাহরুখের কেরিয়ার তৈরি করা উচিত। 

যদিও তার মন্তব্য, যতদিন না শাহরুখ অন্য কোনো ছবির কাজ ধরছেন ততদিন।

সম্প্রতি 'টেড টক্স ইন্ডিয়া: নয়ি বাত'-এর আনুষ্ঠানিক উদ্বোধনে এসে শাহরুখ জানান দিলেন, আগামী এক-দুই মাসের মধ্যেই তার নতুন ছবি নিয়ে ফ্লোরে নামতে চলেছেন তিনি। ফলে ধীরে ধীরে ফের তার ভক্তদের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। 

এরই মধ্যে বিবিসির টকিং মুভিজ শো‘র অকপট আলাপচারিতায় কিং খান জানান, এই মুহূর্তে তিনি নির্জন থাকা পছন্দ করলেও খুবই খুশি আছেন। কিন্তু কখনো পরিচালকের আসনে বসলে তিনি একাকী ও দুঃখী হয়ে পড়বেন। 

৫৪ বছরের শাহরুখের মতে, ছবির পরিচালনা করা সবচেয়ে বেশি একাকীত্বের কাজ। -এই সময়

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫