Logo
×

Follow Us

বলিউড

পরিণীতি-রাঘবের বাগদান এপ্রিলেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ১৬:০৩

পরিণীতি-রাঘবের বাগদান এপ্রিলেই

পরিণীতি চোপড়া ও তার বাগদত্তা রাঘব চাড্ডা। ছবি: সংগৃহীত

বলিউডের একের পর এক তারকারা গাঁটছড়া বেঁধে সংসারে মনোনিবেশ করছেন। পিছিয়ে নেই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়াও। চলতি মাসেই সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সারবেন এই অভিনেত্রী।

ইতোমধ্যে দুজনই বাগদানের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। বলিপাড়ায় দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছিল এই যুগলের। এবার তাদের সেই সম্পর্ক পরিণয় পেতে যাচ্ছে।

জানা গেছে, বাগদান অনুষ্ঠানের জন্য এরই মধ্যে দিল্লিতে পৌঁছেছেন পরিণীতি। সেই সঙ্গে দিল্লি এয়ারপোর্টে পরিণীতিকে রিসিভ করতেও দেখা গেছে রাঘবকে।

এ ছাড়া ঘনিষ্ট সূত্রে আরও জানা গেছে, বাগদানের ওই অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্য ও কাছের কিছু বন্ধু-বান্ধব উপস্থিত থাকবেন।

এদিকে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসও ভারতে অবস্থান করছেন। অনেকের ধারণা হয়ত পরিণীতির বাগদানে অংশ নেওয়ার পরিকল্পনা করেই স্বামী-সন্তান নিয়ে নিজ দেশে এসেছেন প্রিয়াঙ্কা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫