Logo
×

Follow Us

বলিউড

প্রতিনিয়ত মিথ্যা বলেন উর্বশী, দাবি সমালোচকদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১৬:২৯

প্রতিনিয়ত মিথ্যা বলেন উর্বশী, দাবি সমালোচকদের

উর্বশী রাউতেলা। ছবি: সংগৃহীত

বলিউডের নামকরা মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতা সর্বাধিক বিজয়ীর রেকর্ড গড়েছেন তিনি। যদিও অভিনয়ে তেমন জনপ্রিয়তা পাননি। তবে ফ্যাশন জগতে তার আলাদা সুনাম রয়েছে।

প্রয়াত অভিনেত্রী পারভীন ববির বায়োপিকে তাকে দেখা যাবে সম্প্রতি এমনটি দাবি করেছেন তিনি। কিন্তু উর্বশীর এমন দাবি মিথ্যা বলে জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম।

এ বছরের (১৬ মে) জাঁকজমকপূর্ণ পরিবেশে পর্দা ওঠে ৭৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের সেখানে উর্বশী সিনেমাটির কথা বলেছিলেন।

তিনি জানিয়েছিলেন, ‘এই ছবির ফটোকল লঞ্চের (সিনেমা সংশ্লিষ্টদের ছবি তোলা পর্ব) জন্যই তিনি উৎসবে এসেছেন।’ যদিও তখন সেখানে সিনেমাটির সংশ্লিষ্ট কোনও নির্মাতা-কুশলী বা প্রযোজক উপস্থিত ছিল না।

এ প্রসঙ্গে জানা যায়, এটা স্পষ্ট যে উর্বশী মিথ্যে বলেছেন। কেননা এরকম কোনো প্রজেক্ট হচ্ছে না। এ ধরনের প্রজেক্ট নিয়ে কোনো কথাবার্তা হয়নি। নির্মাতা ছাড়া কোনো ফটোকল লঞ্চ করা যায় না। সেখানে শুধু উর্বশী'ই ছিলেন, আর কেউ ছিল না। কোনো প্রযোজক, নির্মাতা বা লেখক ছিল না। তাহলে ফটোকল লঞ্চ হয় কীভবে? তার দাবি মিথ্যা তা বোঝাই যাচ্ছে। উর্বশী নির্মাতার নামও বলেননি। কোনো টিমের নাম ছাড়া এ রকম দাবি করা তার উচিত হয়নি।

অন্য একটি সূত্র জানিয়েছে, এ ধরনের ঘোষণা শুধুমাত্র প্রযোজক বা নির্মাতারাই দিতে পারে। উর্বশী আলোচনায় থাকার জন্য এমন দাবি করেছেন।

এর আগেও উর্বশী এমন মিথ্যা দাবি করেছিলেন। জানিয়েছিলেন রিশাব শেঠির ‘কানতারা টু’-তে তিনি অভিনয় করবে। কিন্তু পরে ‘কানতারা টু’এর প্রোডাকশানের কাছ থেকে জানা যায় উর্বশীর এই দাবি মিথ্যা।

প্রসঙ্গত, উর্বশী প্রথম ২০১৩ সালে আনিল শর্মার অ্যাকশন-রোমান্টিক ফিল্ম ‘সিং সাব দা গ্রেট’ অভিষিক্ত হন। ২০১৫ সালে কন্নড় সিনেমা ‘মি ঐরাবত’ এ অভিনয় করেন। এ ছাড়াও তিনি বেশ কিছু মিউজিক ভিডিওর মডেল হন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫