Logo
×

Follow Us

বলিউড

রাশমিকার ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ১৭:৩৭

রাশমিকার ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

সম্প্রতি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি নকল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আবেদনময়ী রূপে রাশ্মিকার এই ভিডিও নিয়ে এরই মধ্যে নেটদুনিয়ায় বইছে সমালোচনার ঝড়। 

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রাশমিকা মান্দানার একটি ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। 


ভিডিওতে দেখা গেছে, কালো পোশাকে একটি লিফট থেকে বের হচ্ছেন রাশমিকা। তবে জানা গেছে, ভিডিওটি আসলে নায়িকা রাশমিকার নয়, প্রযুক্তির সাহায্যে এটি তৈরি করা হয়েছে। 

ভিডিওটি আসলে জারা প্যাটেলের। এই জারা ইনস্টাগ্রামের একজন পরিচিত মুখ। 


এদিকে, বিষয়টি নিয়ে সরব হয়েছেন খোদ বলিউড শাহানশাহ অমিতাভ বচ্চন। ভিডিওটি সম্পর্কে অভিনেতা ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

অভিনেতা অভিষেকের পোস্ট করা এই ভিডিওকে রিটুইট করে অমিতাভ লিখেছেন, ‘এই ঘটনাটি খুব জঘন্য এবং আইনত ব্যবস্থা নেওয়া উচিত।’

গুডবাই সিনেমায় একসঙ্গে কাজ করেছেন রাশমিকা ও অমিতাভ। আগামীতে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমাল’ মুক্তি পাবে। আসছে ১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫