Logo
×

Follow Us

বলিউড

প্রথম রান্নায় বাজিমাত বিদ্যার

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ১২:৫৬

প্রথম রান্নায় বাজিমাত বিদ্যার

বিদ্যা বালান।

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান রান্না করতে মোটেও পছন্দ করেন না। রান্না ঘরে না ঢুকেই বিয়ের আট বছর কেটেছে তার। তবে করোনার এই দিনগুলোতে ঘরবন্দি থেকে রান্না শিখলেন তিনি। আর শুরুতেই বাজিমাত করলেন। 

এক সাক্ষাৎকারে বিদ্যা বলেছিলেন, আমি খেতে খুব ভালোবাসি। তবে রান্নাবান্না একদম পছন্দ করি না। রান্নার মধ্যে আমি কেবল পানি গরম করতে পারি (সশব্দে হেসে)।

তবে এবার করোনার দিনে লকডাউনে রান্না শিখে ফেললেন এই বলিউড অভিনেত্রী। আর রাঁধুনির ভূমিকা দারুণ উপভোগ করছেন বিদ্যা।

রান্নার শুরুতেই তিনি বানালেন এক কঠিন রেসিপি। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছেন এই বলিউড নায়িকা। ভিডিওটিতে দেখা যাচ্ছে বিদ্যা মিষ্টি বানাচ্ছেন।

বিদ্যা যে রান্নাবান্না বেশ উপভোগ করছেন, তা প্রকাশ পেয়েছে তার অভিব্যক্তিতে।

ভিডিওতে তিনি জানান, আমি রান্না করতে একদমই পছন্দ করি না। তবে এখন চেষ্টা করছি নানান পদ রান্না করতে। আর আমি দারুণ উপভোগ করছি। আমি এখন আমার সবচেয়ে পছন্দের খাবার মোদক (মিষ্টি) বানাচ্ছি। ছোটবেলায় মায়ের সঙ্গে বানাতাম।

তিনি আরো বলেন, রান্না করাকে আমি সব সময় একজন ঘরোয়া হওয়ার প্রতীকী হিসেবে দেখেছি। আর আমি কখনো ঘরোয়া হতে চাইনি। কিন্তু লকডাউনের সময় রান্নাকে নতুনভাবে আবিষ্কার করলাম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫