Logo
×

Follow Us

বলিউড

শাহরুখ-কন্যার ফোন নম্বর ভাইরাল!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১২:৪৫

শাহরুখ-কন্যার ফোন নম্বর ভাইরাল!

সুহানা। ছবি: সংগৃহীত

বলিউড কিং শাহরুখ খান পরিবারের সদস্যদের দিকে বরাবরই সবার অন্যরকম আগ্রহ। এরমধ্যে শাহরুখের কন্যার আছে বিশাল ফ্যান ফলোয়ারও। কখন কী করে, কোথায় বেড়ায় সবই প্রকাশ্যে চলে আসে। এমনই একবার সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তার ফোন নাম্বার।

তবে সেটি তার বান্ধবী অনন্যার কারণেই হয়েছে। তার কারণেই এমন বিপদের মুখে পড়তে হয়েছিল সুহানাকে।

ছোটবেলা থেকেই গলায় গলায় ভাব অনন্যা পাণ্ডে এবং সুহানা খানের। বান্ধবী হলেও নিজেদের বোনের মতোই ভাবেন তারা। যৌবনে তা আরও গাঢ় হয়েছে।

অনন্যা নিজেই জানিয়েছেন, তিনি ‘ড্রামা কুইন’। নাটকীয় আচরণ তার ছোট বেলা থেকেই। তার কথায়, ‘যখন আমরা ছোট ছিলাম, মারামারিও করতাম, আমি সামলাতে পারতাম না। হঠাৎ হঠাৎ খেলা ছেড়ে আমি বলতাম, ‘চলে যাচ্ছি।’ দৌড়ে গিয়েও আবার পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসতাম। আমি এ রকমই। আর সুহানা এখনও কোমল, ওকে সবাই ভালবাসে।’

ভাইরাল নম্বর প্রসঙ্গে অনন্যা জানান, ‘একবার ফেস টাইম করছিলেন সুহানার সঙ্গে। সেই ছবি ইনস্টাগ্রামে দেন। তবে অনন্যা খেয়াল করেননি কোনোভাবে সুহানার ফোন নম্বর সমেত ছবিটি দিয়ে দেন। তারপরই হ্যাকড হয় সুহানার ফোন। পরে অবশ্য মিটিয়ে নেন সবটা।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫