
ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: সংগৃহীত
বলিউডের
জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি প্রথম ভারতীয় যিনি মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন ১৯৯৪ সালে।
২১ বছর বয়সে বিশ্বসুন্দরীর মুকুট পরেন মাথায় এ সুন্দরী। অনেকেরই
অজানা কোন প্রশ্নের উত্তরে ঐশ্বরিয়া সেদিন বিশ্বসুন্দরীর মুকুট পরেছিলেন মাথায়।
বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বিচারকরা তাকে জিজ্ঞেস করেছিলেন যে বিশ্বসুন্দরীর মধ্যে কোন কোন গুণগুলো থাকা আবশ্যক। এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, যিনি মিস ওয়ার্ল্ড হবেন তাকে আপ টু ডেট থাকতে হবে। যারা সমাজের পিছিয়ে পড়া অংশ তাদের জন্য ভাবতে হবে। কেবল উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা সম্মানীয় মানুষদের কথা ভাবলেই হবে না। দেশ, রং, বর্ণ নির্বিশেষে কাঁটাতারের সীমারেখা পেরিয়ে গিয়ে ভাবতে হবে, কাজ করতে হবে। একজন প্রকৃত মানুষ হতে হবে। একজন সত্যিকারের মানুষ। আর তাতেই সে একজন প্রকৃত মিস ওয়ার্ল্ড হয়ে উঠতে পারবেন।
বিশ্বসুন্দরীর খেতাব জেতার পর ১৯৯৭ সালে তামিল এবং হিন্দি সিনেমায় ডেবিউ করেন ঐশ্বরিয়া। উপহার দিয়েছেন বহু হিট সিনেমা। ২০০৭ সালে তিনি অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । তাদের একটি মেয়েও আছে, আরাধ্যা।
এদিকে
আজ জন্মদিন এ অভিনেত্রীর। কততম জন্মদিনে পা দিলেন তিনি? ১ নভেম্বর (আজ) ৫১ বছরে পা দিলেন ঐশ্বরিয়া। ১৯৭৩ সালের এ দিনে জন্মগ্রহণ করেন।