
‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির পোস্টার
রবিবার প্রকাশ্যে আসে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির ট্রেলার। এ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের জন্য বিহারকেই বেছে নিয়েছেন আল্লু অর্জুন। সেই অনুষ্ঠানেই রবিবার সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা। হঠাৎই একদল লোকের মধ্যে ঝগড়া শুরু হয়। এরমধ্যে শুরু হয় জুতো-চপ্পল ছোড়াছুড়ি এবং মারপিট।
ঘটনার শুরু, আল্লু অর্জুন
অনুষ্ঠানে পা রাখার মিনিট কয়েক আগেই। পাটনার গান্ধী ময়দানে একেবারে জনঅরণ্য। তিল ধারণের
জায়গামাত্র নেই! সকলের পরনে ‘পুষ্পা’ মুখোশ। কিন্তু আচমকাই কেন এই গোলযোগ? সেই কারণ
এখনও পর্যন্ত জানা যায়নি।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বেগতিক দেখে বিরাট পুলিশ বাহিনি মাঠে নামে। লাঠিচার্জ করে শেষমেশ থামানো হয় তাদের।
এদিকে অনেকেই প্রশ্ন তুলেছেন যে, কেন ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির ট্রেলার লঞ্চের জন্য বিহারকে বেছে নিলেন আল্লু অর্জুন-সহ নির্মাতারা? জানা গিয়েছে, ‘পুষ্পা’ ছবি মারাত্মক জনপ্রিয় হয়েছিল বিহারে। বিশেষ করে, আল্লু অর্জুনের দেশি গ্যাংস্টার অবতার বিহারের মানুষদের বেশি আকৃষ্ট করেছিল। পাড়া-গাঁয়ের ডাকাবুকো ছোকরা ইমেজের সঙ্গে অনেকেই একাত্ম হতে পেরেছিলেন। আর সে জন্যই এবার ‘পুষ্পা ২: দ্য রুল’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের জন্য বিহারকে বেছে নিয়েছেন তারা।