Logo
×

Follow Us

বলিউড

লকডাউনে ভারতীয় অভিনেতার আত্মহত্যা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ মে ২০২০, ১০:৪৮

লকডাউনে ভারতীয় অভিনেতার আত্মহত্যা

করোনা সংক্রমণ রোধে ভারতে চলছে লকডাউন। কাজ বন্ধ শিল্পীসহ সাধারণ মানুষের। এ সময় অর্থ সঙ্কট ও বিভিন্ন চাপে  আত্মহত্যা করলেন ভারতীয় টেলিভিশন অভিনেতা মানমিত গ্রেওয়াল (৩২)।

শুক্রবার (১৫ মে) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। 

তার পারিবারিক বন্ধু ও প্রযোজক মানজিত সিং রাজপুত ভারতীয় সংবাদমাধ্যকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেওয়ালের জন্ম পাঞ্জাবে হলেও কাজের সূত্রে মুম্বাইয়ের খারঘরে সস্ত্রীক বসবাস করতেন। সেখানেই  লকডাউনে থাকার কারণে তিনি দীর্ঘদিন অর্থকষ্টে দিন পার করছিলেন। 

গ্রেওয়ালের সঙ্গে রাজপুতের সাত বছরের বন্ধুত্ব। তিনি জানান, ভারতে চলমান লকডাউনে এই অভিনেতার আয় বন্ধ হয়ে যাওয়ায় তিনি অর্থসঙ্কটে পড়েন।

মানজিত সিং রাজপুত বলেন, গ্রেওয়াল অসম্ভব অর্থসঙ্কটে ছিলেন এবং তিনি বিষণ্ণতায় ভুগছিলেন। আয় না থাকায় ঋণ করা অর্থ পরিশোধের প্রচুর চাপ ছিলো তার উপর। তাই হয়তো তিনি এই পথ বেছে নিয়েছেন। আত্মহত্যার ঘটনায় তার স্ত্রী পুরোপুরি বিধ্বস্ত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫