Logo
×

Follow Us

বলিউড

জিফাইভে মুক্তি পাচ্ছে ‘ঘুমকেতু’

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ মে ২০২০, ১২:৪০

জিফাইভে মুক্তি পাচ্ছে ‘ঘুমকেতু’

প্রথমবারের মতো বড় বাজেটের রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা ‘ঘুমকেতু’ সরাসরি মুক্তি পাচ্ছে অনলাইন প্লাটফর্ম জিফাইভে। এতে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। 

আজ শুক্রবার (২২ মে) এই সিনেমাটি মুক্তি পাচ্ছে। কোনো প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই ঘরে বসে জিফাইভের দর্শক দেখতে পাবে ছবিটি।

করোনাভাইরাসের এই সময়টিতে দর্শকরা সবাই নিজের ঘরে সময় কাটাচ্ছেন। এমন সময়ে নতুন ছবির মুক্তি পাওয়াটা অনেকের জন্যেই স্বস্তিদায়ক।

‘ঘুমকেতু’ সিনেমাটির গল্প বলিউডের স্বপ্ন ঘিরে ঘোরপাক খেয়েছে। যেখানে দেখা যাবে সিনেমাটির প্রধান চরিত্র তথা নওয়াজ ইউপিএর একটি ছোট শহরে থাকে। লেখক হিসেবে সফল হওয়ার স্বপ্ন তাকে নিয়ে আসে মুম্বাই। এবং ত্রিশ দিনে নিজেকে স্বপ্নের আসনে বসানোর আপ্রাণ চেষ্টায় মেতে উঠে।

‘ঘুমকেতু’ প্রযোজনা করেছেন ফ্যান্টম ফিল্মস এবং সনি পিকচারস নেটওয়ার্ক। সিনেমাটি পরিচালনা করেছেন তাজমহল (১৯৮৯) খ্যাত পরিচালক পুষ্পেন্দ্রনাথ মিত্র।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ, ইলা অরুণ, রাঘুবীর ইয়াদব, সোয়ানান্দ কিরকিরে ও রাগিনী খান্না।

এই সিনেমার মাধ্যমে জিফাইভের গ্রাহকরা ৫০% ছাড়ে সারা বছরের জন্য বিভিন্ন কন্টেন্ট দেখতে পাবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫