দক্ষিণী অভিনেত্রী গৌরী কিষাণ
সিনেমার প্রচারে এক আপত্তিকর প্রশ্নের মুখে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী গৌরী কিষাণ। সম্প্রতি ‘আদার্স’ সিনেমার প্রচারণায় এমন ঘটেছে। অনুষ্ঠানে এক ইউটিউবারের নারীবিদ্বেষী ও শরীর নিয়ে প্রশ্ন করায় তীব্র প্রতিবাদ জানান তিনি। ঘটনাটির ভিডিও এখন ভাইরাল। এরই মধ্যে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গৌরী।
বিবৃতিতে গৌরী লিখেছেন, ‘কোনো ব্যক্তির দেহ বা শারীরিক গঠন নিয়ে প্রশ্ন তোলা বা মন্তব্য করা সম্পূর্ণ অন্যায়। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তা কেবল আমার ব্যক্তিগত অপমান নয়, বরং শিল্পী ও সংবাদমাধ্যমেরও অপমান বটে।’
গৌরী জানান, তিনি হতাশ হয়েছেন যে তাকে খুব স্বাভাবিকভাবে তার ওজন নিয়ে প্রশ্ন করা হয়েছে; কিন্তু যে ছবিটি তিনি প্রচার করতে চাচ্ছিলেন, সেটি নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি। যেখানে তার পুরুষ সহ-অভিনেতাদের এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়নি।
তিনি আরো লেখেন, ‘মজা করে বডি-শেমিং করা বা অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড চাপিয়ে দেওয়া নতুন কিছু নয়, এটা এখনো চলছে। যারা এমন অভিজ্ঞতা পেয়েছেন, তাদের জন্য বলছি, নিজের অস্বস্তি প্রকাশ করার অধিকার আমাদের আছে।’
অভিনেত্রীর ভাষ্য, তার প্রতিবাদ কোনোভাবেই ওই ব্যক্তিকে হয়রানি করার জন্য নয়। বরং সবার প্রতি সহমর্মিতা ও সংবেদনশীলতার আহ্বান জানান তিনি। গত ৬ নভেম্বর চেন্নাইয়ে আদার্স সিনেমার প্রচারণা অনুষ্ঠানে ইউটিউবার আরএস কার্তিক নায়ক-নায়িকার জুটিকে ‘অদ্ভুত জুটি’ বলে আখ্যায়িত করেন। এ সময় গৌরী তাকে থামালে তিনি উল্টো তর্কে জড়িয়ে পড়েন। এদিকে কার্তিক নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং বলেছেন যে এটি আসলে একটি ‘মজার প্রশ্ন’ হিসেবে করা হয়েছিল।
