
দীপিকা পাড়ুকোন। ছবি: দীপিকার ইনস্টাগ্রাম পেজ থেকে নেওয়া
স্কুল জীবনের ভালো-মন্দ যেটাই হোক না কেন, ফেলে আসা সেই দিনগুলো যেন বড্ড মধুর। আমরা কমবেশি প্রায় সকলেই স্কুল জীবনের সেই স্মৃতিগুলো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে ভালোবাসি। দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রেও তার অন্যথা হল না।
স্কুলের রিপোর্ট কার্ডের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নস্ট্যালজিয়ায় ভাসলেন দীপিকা। তিনটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি।
একটায় লেখা ‘দীপিকা ক্লাসে খুব কথা বলে’, আর একটিতে ‘দীপিকা দিবাস্বপ্ন দেখতে ভালবাসে’ এবং তৃতীয়টিতে লেখা রয়েছে ‘দীপিকার নির্দেশ পালন করতে শেখা উচিত’।
এদিকে দীপিকার এই পোস্টের নিচে কমেন্ট করেছেন অনেকেই। স্ত্রীর পোস্টগুলোয় কমেন্ট করতে ছাড়েননি রণবীর সিং। শিক্ষকের সঙ্গে সহমত পোষণ করেছেন তিনিও। ছবিগুলোর নিচে কমেন্টবক্সে দীপিকার ব্যাপারে ‘হেড ইন দ্য ক্লাউডস’, ‘ট্রাবল মেকার’ ইত্যাদি লিখেছেন রণবীর!
কমেন্ট করেছেন আয়ুষ্মান খুরানাসহ অনেক সেলেবই। নেটিজেনরা অবশ্য দারুণ উপভোগ করছেন দীপিকার রিপোর্ট কার্ড। পাশাপাশি কিছু ভক্তের দাবি, রণবীরও তাঁর রিপোর্ট কার্ডের ছবি দিন।
দীপিকাকে খুব শিগ্গিরই দেখা যাবে 'ছপক' ও '৮৩' ছবিতে। - জিনিউজ ও আনন্দাবাজার পত্রিকা