
সানি লিওনি। ফাইল ছবি
বলিউড তারকা সানি লিওনিকে পর্দায় এখন আর খুব একটা দেখা যায় না। তবে আলোচনায় এবারে দিল্লির পথে সানির নামে বিক্রি হওয়া চাপ নিয়ে। এক রেস্তোরায় সানির নামে বিক্রি হওয়া চাপের খবর এই সামাজিক যোগাযোগমাধ্যমের দৌলতে সানির কানেও পৌঁছে গেছে। ছবিসহ সেটি সামাজিক যোগাযোগমাধ্যমেই পোস্ট করেছেন তিনি।
দিল্লির গীতা কলোনির ‘সিংস মালাই চাপওয়াল’ নামে এক রেস্তোরার ছবি ইনস্টা স্টোরিতে পোস্ট করেছেন সানি। এখানে পাওয়া যাচ্ছে জিবে পানি আনা হরেক রকম পদ, সানির নামে সেসবের নাম। তার পোস্ট করা এই ছবিতে পদগুলোর নামও দেখা যাচ্ছে। এর মধ্যে একটি পদের নাম হলো ‘সানি লিওনি চাপ।’ সানির জনপ্রিয় গান ‘বেবি ডল’–এর নামানুসারে একটি চাপের নাম রাখা হয়েছে ‘বেবি ডল চাপ।’ ‘মিয়া খালিফা চাপ’ও আছে তাদের। সানি রেস্তোরার ছবিটি শেয়ার করে লিখেছেন ‘এলওএল।’ তবে এই ধরনের ঘটনা সানির জীবনে প্রথম নয়। এর আগে দিল্লিরই এক রেস্তোরায় মাংসের কাবাবের নাম সানির নামে রাখা হয়েছিল। আর এ খবর প্রকাশের পর এই বলিউড অভিনেত্রীর নামে নানা রকম মিম বানানো শুরু হয়ে যায়।
সানি কতটা জনপ্রিয়, তা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই বোঝা যায়। এই মুহূর্তে ইনস্টাগ্রামে সানির ৪ দশমিক ৫ কোটিরও বেশি অনুসারী। এই বলিউড তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে খুবই সক্রিয়। আর তার পোস্ট করা ভিডিও বা ছবি নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
সানিকে শেষ পর্দায় দেখা গেছে ওয়েব সিরিজ ‘বুলেটস’–এ। তাঁর সঙ্গে মূল চরিত্রে ছিলেন অভিনেত্রী কারিশমা তন্না। সানিকে এবার দেখা যাবে ‘শেরো’তে। এ ছাড়া আর একটি ওয়েব সিরিজ ‘অনামিকা’তেও তিনি আছেন। সিরিজটি পরিচালনা করছেন বিক্রম ভাট।