Logo
×

Follow Us

বলিউড

আমাদের সন্তান দেখতে শাহরুখের মতোই হতো : সায়রা বানু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ১০:৫৯

আমাদের সন্তান দেখতে শাহরুখের মতোই হতো : সায়রা বানু

২০১৭ সালে দিলীপ কুমারকে দেখতে যান শাহরুখ খান, পাশে সায়রা বানু। ছবি : টুইটার

পাঁচ দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করেছেন। বি-টাউনে একসময় দিলীপ কুমার ও সায়রা বানুর প্রেম বেশ চর্চিত বিষয় ছিল। মধুবালার সাথে প্রেম পরিণতি না পেলে ১৯৬৬ সালে ২২ বছরের ছোট সায়রা বানুকে বিয়ে করেন দিলীপ কুমার।

তবে তারা নিঃসন্তান ছিলেন। শোনা যায়, বাবা না হতে পারার একটা হতাশা অভিনেতার মধ্যে সারাজীবনই ছিল। 

তবে অনেকেই হয়ত জানেন না, বলিউড বাদশা শাহরুখ খানকে সন্তানের মতোই দেখতেন বর্ষীয়ান অভিনেতা ও সায়রা বানু। বলা যায়, শাহরুখ ছিলেন দিলীপ সাবের 'মু বোলা বেটা'।


দুইবছর আগে দিলীপ কুমার  হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার সাথে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ। সেসময় শাহরুখ মেয়ে সুহানাকে নিয়ে দিলীপ কুমারের বাড়িতে যান। 

এক সাক্ষাৎকারে শাহরুখের সাথে দেখা হওয়ার কথা শেয়ার করেছিলেন সায়রা বানু। তিনি বলেন, হেমা মালিনী পরিচালিত 'দিল আশনা হ্যায়' ছবির মহরতে গিয়েছিলেন তিনি আর দিলীপ কুমার। যে ছবিতে শাহরুখের কাজ করার কথা ছিল। তখনই কিং খানের সাথে দিলীপ কুমারের প্রথম আলাপ হয়। 

সে অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সায়রা বানু বলেন, ‘আমি সবসময়ই বলি, আমাদের যদি ছেলে থাকত, তাহলে সে দেখতে শাহরুখের মতোই হতো। শাহরুখ ও দিলীপ সাবের চুল এক্কেবারে একই রকম। আমি ওর চুলে হাত বুলিয়ে দিয়েছিলাম। পরে যখন শাহরুখের সাথে আমাদের দেখা হয় ও জিজ্ঞাসা করেছিল, আজ আপনি আমায় চুলে হাত বুলিয়ে দেবেন না? ওর কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম।’


দিলীপ কুমারের বিশাল মাপের একটি পোস্টারে তার অটোগ্রাফ নিয়েছিলেন শাহরুখ। সায়রা বানু আরো জানান, শাহরুখ ছাড়াও সালমান খান ও আমির খানের সাথেও দিলীপ কুমার সাবের ভালো সম্পর্ক ছিল। -জি নিউজ 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫