Logo
×

Follow Us

বলিউড

তিন প্রাক্তনের সঙ্গে জন্মদিন পালন করলেন সালমান

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯, ১১:৩০

তিন প্রাক্তনের সঙ্গে জন্মদিন পালন করলেন সালমান

বলিউড অভিনেতা সালমান খানের ৫৪ তম জন্মদিন ছিল গতকাল। একসঙ্গে তিন প্রেমিকাকে নিয়ে জন্মদিন উদযাপন করলেন ভাইজান খ্যাত এই অভিনেতা। 

প্রাক্তনরা হলেন, ক‌্যাটরিনা কাইফ, স্নেহা উলাল এবং ইউলিয়া ভান্তুর। শুধু এ তিনজনই নয়, এসেছিলেন সোনাক্ষী সিনহা, টাবু, বিদ‌্যা বালানদের মতো নায়িকারাও। এতোজন সুন্দরীর মাঝেও মধ‌্যমণি হয়ে থাকলেন বলিউডের মোস্ট এলিজিবেল ব্যাচেলার।

বৃহস্পতিবার রাত ১২টা বাজতেই মুম্বাইয়ে ভাই সোহেল খানের বাংলোয় বার্থডে পার্টিতে হাজির হতে থাকেন বলিউড নক্ষত্ররা। বিশেষ করে সুন্দরী অভিনেত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারপর কেক কাটা থেকে খাওয়া-দাওয়া সবই হলো জমকালোভাবে।

লেদার জ‌্যাকেট, স্টাইলিশ জিন্সে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের সেলাম ঠুকে ক‌্যাটরিনা কাইফ, ইউলিয়ার কোমরে হাত রেখে ঢুকে যান বাংলোর ভেতর। ভাইজান নিজে হাতে কেক খাইয়ে দেন সোনাক্ষীকে। প্রাক্তন প্রেমিককে কাছে পেয়ে ক‌্যাটরিনা, স্নেহা উলাল, ইউলিয়ারাও উচ্ছ্বসিত। কে সল্লুর কত কাছে দাঁড়িয়ে ছবি তুলবেন সেই নিয়েই চলছিল খুনসুঁটি।

সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান-সোনাক্ষীর ‘দাবাং ৩’। এর মধ্যেই বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পেরিয়েছে ‘চুলবুল সালমান পাণ্ডে’র ছবি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫