Logo
×

Follow Us

বলিউড

আমার নাম মাইকেল, হৃতিকের রুমে এসে বলেছিলেন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২, ১০:৪৩

আমার নাম মাইকেল, হৃতিকের রুমে এসে বলেছিলেন

মাইকেল জ্যাকসন ও হৃতিক রোশন

সেই ‘এক পল কা জিনা’য় শুরু। তখন থেকেই তার নাচের ভক্ত পুরো বলিউড, অনুরাগীরা তো বটেই! আর হৃতিক রোশন নিজে অবশ্য ছোটবেলা থেকেই মাইকেল জ্যাকসনের ভক্ত। তার নাচকেই অনুপ্রেরণা হিসেবে বরাবর ভেবে এসেছেন ‘ডুগ্গু’। 

কিন্তু জানতেন কি, ভক্তের সঙ্গে নিজে এসে দেখা করেছিলেন মাইকেল জ্যাকসন স্বয়ং। যে ঘটনা আজও আপ্লুত করে রেখেছে হৃতিককে।


সময়টা ২০০৮ সাল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হৃতিকের ‘কাইটস’ ছবির শ্যুটিং চলছে। একটি বাড়িতে শ্যুট চলাকালীন হৃতিক ও তার বাবা রাকেশ রোশন জানতে পারেন, একই বাড়িতে শ্যুটিংয়ে এসেছেন মাইকেল জ্যাকসন। 

হৃতিক ও রাকেশ বাড়ির মালিককে অনুরোধ জানান, জ্যাকসনের সঙ্গে একটি বার দেখা করিয়ে দেওয়ার জন্য।


কিন্তু অবাক কাণ্ড! প্রথমে একদল দেহরক্ষী হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন হৃতিকের রুমে। আর তারপরেই খোদ মাইকেল জ্যাকসন! হতভম্ব নায়ক ও নায়িকা বারবারা মোরির দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, ‘আমার নাম মাইকেল।’ বেশ কিছুক্ষণ কথাবার্তাও হয় তাদের। আপ্লুত হয়ে পড়েন বলিউডের জনপ্রিয় অভিনেতা।

ওই সময়ে হৃতিকের বাবাও সেখানে উপস্থিত ছিলেন।

পরবর্তীকালে সংবাদমাধ্যমের সঙ্গে এই ঘটনা ভাগ করে নিয়ে হৃতিক বলেছিলেন, ‘ আমি ছোটবেলা থেকেই মাইকেল জ্যাকসনের ভক্ত। ভাবতেই পারিনি অমন বড় মাপের একজন মানুষ নিজেই আমার ঘরে এসে উপস্থিত হবেন। এই ঘটনা সারা জীবনের জন্য আমার স্মৃতিতে লেখা হয়ে গেছে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫